চৌদ্দগ্রাম কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আব্দুল মান্নান, ২৩ নভেম্বর, ২০২২ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লার চৌদ্দগ্রামে ২০২২/২০২৩ মৌসুমের সরিষা, ভুট্টা, গম, পেঁয়াজ, মশরীর ডাল ও চিনা বাদাম উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৮৯০ প্রান্তিক কৃষক/কৃষানী মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা কৃষি অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস ছোবহান ভূঁইয়া হাসান।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন ও উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা শুভ্রত রায়ের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র জি.এম. মীর হোসেন মীরু, উপজেলা ভাইস চেয়ারম্যান এ.বি.এম.এ বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, উপজেলা আ’লীগের সহ-দপ্তর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ নাজমুল হাসান মজুমদার, সহকারী কৃষি সম্প্রাসরন কর্মকর্তা আবদুল হালিম, উপ-সহকারী কৃষি অফিসার আরিফ সোলাইমান মজুমদার, মোঃ গিয়াস উদ্দিন ও শাহ আলম মজুমদার প্রমুখ। আলোচনা শেষে অতিথিবৃন্দ ১৮৯০ জন কৃষান/কৃষানীর মাঝে বিনা মূল্যে সার ও বিভিন্ন প্রকার বীজ বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *