চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার, ভাসুর-ঝা পলাতক

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ০৮ আগস্ট, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশ খালেদা আক্তার (২৯) নামের এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত অবস্থায় থাকা লাশ উদ্ধার করেছে। নিহত খালেদা আক্তার পৌর এলাকার পাঁচরা গ্রামের ডুবাই প্রবাসী আবদুর রহিমের স্ত্রী। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, শনিবার সকালে খবর পেয়ে চৌদ্দগ্রাম থানার এসআই রোকন উদ্দিন ঘটনাস্থলে পৌছে নিহত খালেদা আক্তারের দো-চালা টিনের ঘর থেকে গলায় ওড়না পেছানো অবস্থায় লাশ উদ্ধার শেষে থানায় নিয়ে আসে।

নিহত খালেদার বাবা আবদুল খালেক অভিযোগ করে বলেন, খালেদার সাথে ভাসুর আবদুল খালেক ও ঝা মাফিয়া বেগমের সাথে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে এলাকায় একাধিক শালিশ দরবার হয়েছে। তারপরও বিভিন্ন সময় ভাসুর আবদুল খালেক গৃহবধু খালেদাকে প্রাণ নাশসহ হুমকি ধমকি দিয়ে আসছে। শনিবার সকালে খালেদার স্বামীর বাড়ির পাশের এক লোকের মাধ্যমে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে খালেদার লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।

এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার এসআই রোকন উদ্দিন জানান, ‘ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের বাবার দায়েরকৃত অপমৃত্যু মামলাটি থানায় এজাহারভুক্ত করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে’। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *