চৌদ্দগ্রামে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্ভোধন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ০৫ জুন, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : সারাদেশের ন্যায় গত শনিবার (৫ই জুন) সকালে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী টিকা কেন্দ্রে (৫-১৯ জুন) ২০২১ কুমিল্লা চৌদ্দগ্রাম জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুভ উদ্ভোধন করা হয়েছে।

উক্ত উদ্ভোধনী সভায় প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত), সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন সরকার, বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএমএ বাহার।

উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ হাসিবুর রহমান এ সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ আমিনুল ইসলাম, পরিসংখ্যনবিদ হাবিবুর রহমান, মেডিকেল টেকনোলোষ্টিজ (ইপিআই) আনোয়ার হোসেন প্রমুখ।

৫ জুন থেকে ১৯ জুন উপজেলা একটি পৌরসভা ও তের ইউনিয়নের ৩৩৭টি (অস্থায়ী ৩৩৬ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী-১) কেন্দ্রে সাড়ে ৯৮ হাজার (৬-১১ মাস ১২ হাজার ও ১২-৫৯ মাস ৮৬ হাজার ৬শ) শিশু কে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *