ঘরে অনুশীলনের জন্য সরঞ্জাম দিবে বিসিবি

ঢাকা (খেলাধুলা), ০৫ জুলাই, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নিজ বাড়িতে ফিটনেস ট্রেনিংয়ের সরঞ্জাম না থাকা ক্রিকেটারদের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম কেনার পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সব ক্রিকেটারের বাড়ীতে ফিটনেস অনুশীলনের প্রয়োজনীয় সরঞ্জাম নেই। বিষয়টি আমলে এনে তারা যাতে বাড়ীতে বসেই নিরবিচ্ছিন্ন অনুশীলন চালিয়ে যেতে পারে বা নিজেদের ফিটনেস ধরে রাখতে পারেন সেই লক্ষ্যে সরঞ্জাম কেনার পরিকল্পনা করছে দেশের ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা।

ঘরে বসে শতভাগ ফিটনেস ধরে রাখা সম্ভব নয়-বোর্ড সেটা বেশ ভালভাবেই জানে । তাই অন্তত ৮০ ভাগ ফিটনেস ধরে রাখতে ক্রিকেটারদের সহায়তা করার উদ্যোগ নিয়েছে বোর্ড। বিসিবির প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. দেবাশিষ চৌধুরী বলেন, ঘরে বসে ক্রিকেটাররা যদি অন্তত ৮০ ভাগ ফিটনেস ধরে রাখতে পারেন তাহলেই আমরা খুশি। এই মুহুর্তে তাদের শতভাগ ফিটনেসের প্রয়োজনও নেই।

তারা যখন আউটডোর অনুশীলন শুরু করতে পারবেন তখন তারা স্বয়ংক্রিয়ভাবেই শতভাগ ফিট হয়ে যাবেন। শতভাগ ফিটনেসের জন্য যা করা দরকার ঘরের ভেতর বসে তা কোন ভাবেই সম্ভব নয়। এমন পরিস্থিতিতে ঘরে থাকা খেলোয়াড়দের ফিটনেস ঠিক রাখার জন্য আমরা সহযোগিতার পরিকল্পনা করছি। তাদের জন্য আমরা কিছু সরঞ্জাম ক্রয় করার পরিকল্পনা করছি।

বিসিবির এই শীর্ষ চিকিৎসা কর্মকর্তা বলেন, কোন কোন খেলোয়াড়ের ঘরে ফিটনেস সামগ্রী আছে আর কোন ক্রিকেটারদের নেই আমরা সেটা জানি, সুতরাং যাদের নেই তাদেরকে আমরা সরঞ্জাম প্রদানের পরিকল্পনা করছি যাতে তারা নিবিড় অনুশীলন চালিয়ে যেতে পারে। বিসিবি যখন ভেন্যুতে খেলোয়াড়দের অনুশীলনের অনুমোদন দেবে তখন তাদের কি কি করতে হবে তার একটি নির্দেশিকা ইতোমধ্যে প্রনয়ন করেছে বিসিবি।

জুলাইয়ের মধ্যেই ক্রিকেটীয় কার্যক্রম শুরু করার জন্য উদগ্রিব হয়েছে আছে বিসিবি। এ জন্য দেশের আটটি ভেন্যুকে ইতোমধ্যে সম্পুর্ন প্রস্তুত করে নিয়েছে তারা। ক্রিকেটাররা মাঠে যাতে প্রতিবন্ধকতাহীন অনুশীলন করতে পারেন সে জন্য মেডিক্যাল টিমও প্রস্তুত করে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *