কুয়েতে চৌদ্দগ্রামের রেমিটেন্সযোদ্ধা মোস্তফা ভুঁইয়ার দাফন সম্পন্ন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, মোঃ আবদুল মান্নান, ০৪ মে ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) :  কুয়েতে হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন রেমিটেন্সযোদ্ধা মোঃ মোস্তফা ভুঁইয়া। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের দশবাহা গ্রামের বেছু মিয়ার ছেলে। করোনা ভাইরাসের কারণে বিমানের ফ্লাইট বন্ধ থাকায় পহেলা মে শুক্রবার কুয়েতে তার লাশ দাফন করা হয়।

জানা গেছে, জীবিকার সন্ধানে কয়েক বছর আগে মোস্তফা ভুঁইয়া কুয়েতে যায়। তার উপার্জিত অর্থ দিয়ে পরিবারের সদস্যরা সুন্দরভাবে জীবন অতিবাহিত করছিল। সেখানে গত ২৪ এপ্রিল প্রথম রমজানে হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

মোস্তফা ভুঁইয়ার স্ত্রীর ভাষ্যমতে, ১৭ বছরের বিবাহিত জীবনে তিনি কখনো খারাপ আচরণ করেনি। কখনো ফরজ নামাজ বা রোজা কাযা করেনি। ইসলামী চিন্তাধারায় জীবন পরিচালনা করেছেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন-এই কামনা করেছেন তিনি।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *